eaibanglai
Homeএই বাংলায়ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু যুবকের, দেহ লোপাটের চেষ্টা জমি মালিকের

ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু যুবকের, দেহ লোপাটের চেষ্টা জমি মালিকের

সংবাদদাতা ,বাঁকুড়া:– অন্যের জমির আলে থাকা অবৈধ বিদ্যুৎবাহী তারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্য়ুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ভিমারডাঙ্গা গ্রামে। শুধু তাই নয়, অভিযোগ মৃত যুবকের দেহ লোপাটের চেষ্টাও করে জমি মালিক। জমি থেকে প্রায় দু কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে দেহ পুঁতে দেওয়া হয়। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। গ্রামবাসীরা জঙ্গলের মধ্যে মৃতদেহটি খুঁজে পায়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে , বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ভিমারডাঙ্গা গ্রামের বাসিন্দা অলোক ঘোষ অন্যান্য দিনের মতো গ্রামের অদূরে থাকা জমির ফসল দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যান। দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে ফিরে না আসায় খোঁজ শুরু করেন গ্রামের লোকজন। এইসময় ভিমারডাঙ্গা গ্রাম লাগোয়া একটি জমির আলে অলোক ঘোষের পায়ের জুতো ও তার সঙ্গে থাকা একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই জমির আলে বুনো শুকরের হাত থেকে ফসল রক্ষা করার জন্য জমির মালিক বেআইনি ভাবে বিদ্যুতবাহী তারের বেড়া দিয়ে রাখায় স্থানীয়দের সন্দেহ দানা বাঁধে। এরপরই স্থানীয়দের নজরে পড়ে ওই জমির আল থেকে কোনো একটি ভারী বস্তু টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার দরুণ ভেজা মাটিতে দাগ তৈরি হয়েছে। সেই দাগ ধরে প্রায় দু কিলোমিটার যাওয়ার পর পার্শ্ববর্তী জঙ্গলে প্রবেশ করে স্থানীয়রা দেখেন জঙ্গলের ভেতর এক জায়গায় সদ্য মাটি খোঁড়া রয়েছে। উপরে কোনোক্রমে গাছের ডাল, মাটি ও শুকনো পাতা দিয়ে কিছু ঢাকা দেওয়া রয়েছে। মাটি ও শুকনো পাতা সরাতেই অলোক ঘোষের মৃতদেহ চোখে পড়ে স্থানীয়দের। এরপর বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ওই জমির মালিক স্থানীয় মড়ার গ্রামের বাসিন্দা সাকির আলি খান ও তার কাকা সিরাজুদ্দিন খানকে গ্রেফতার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments