eaibanglai
Homeএই বাংলায়কাটমানি ফেরত সহ একাধিক ইস্যুতে বিজেপির বিক্ষোভ

কাটমানি ফেরত সহ একাধিক ইস্যুতে বিজেপির বিক্ষোভ

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ শাসক দলের লাগাতার দূর্ণীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে ও ‘কাটমানি’ ফেরতের দাবীতে বাঁকুড়ার সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও প্রধানকে ডেপুটেশন দিল বিজেপি নেতৃত্বে। মঙ্গলবার কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ধুলাই মোর থেকে মিছিল করে ঐ পঞ্চায়েত অফিসে এসে ঘেরাও করে বেশ কিছূক্ষণ বিক্ষোভ প্রদর্শণের পর সংশ্লিষ্ট প্রধানের কাছে ডেপুটেশন জমা দেন। বিক্ষোভরত বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে প্রকৃত উপভোক্তাকে বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিজেদের সমর্থকদের মধ্যে বিলি করা হচ্ছে। এমনকি একশো দিনের প্রকল্পে কাজ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য, সরকারী প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে জোর করে কাটমানি আদায় সহ শৌচাগার তৈরীতে দূর্ণীতি সহ স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের কাজ দেওয়ার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হচ্ছে, এমনটাই বিজেপির তরফে দাবী করা হয়েছে। এমনকি কাটমানির টাকা ফেরৎ সহ অন্যান্য দাবী দাওয়া পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপির এই দাবী স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।ধুলাই পঞ্চায়েত প্রধান শেখ হাফিজুল বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন , বিজেপি ডেপুটেশন দিতেই পারে। তবে আমরা যতদিন এসেছি আমরা স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত পরিচালনা করে এসেছি এবং আগামী দিনেও স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত পরিচালনা করব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments