eaibanglai
Homeএই বাংলায়এবার আবাস যোজনার তালিকায় বিজেপি বিধায়কের স্ত্রীর নাম

এবার আবাস যোজনার তালিকায় বিজেপি বিধায়কের স্ত্রীর নাম

সংবাদদাতা,বাঁকুড়াঃ– আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগে শাসক দলকে কাঠগোড়ায় তুলে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিরোধীরা। আর এরই মধ্যে আবাস যোজনার তালিকায় দেখা মিলল বাঁকুড়ার বিজেপি বিধায়কের স্ত্রীর নাম। বিষয়টি নজরে আসতেই অস্বস্তিতে গেরুয়া শিবির। অন্যদিকে ওই তালিকাকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূলও।

বাঁকুড়ার সোনামুখী ব্লকের সদ্য প্রকাশিত হয়েছে আবাস যোজনার তালিকা। যেখানে শাসক দলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও তাঁদের ঘনিষ্ঠদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে বলে অভিযোগ করে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলছে বিজেপি সেখানে সোনামুখী ব্লকের ওই তালিকায় রীতিমতো জ্বলজ্বল করছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর স্ত্রী প্রতিমা ঘরামীর নাম। এদিকে বিধায়কের পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের পলশুড়া গ্রামে পাকা বাড়ি রয়েছে।

যোগ্যদের ছেড়ে হঠাৎ কেন বিধায়কের স্ত্রীর নাম ঢুকে পড়ল তালিকায়? জবাবে বিধায়ক জানান, আসলে ২০১৮ সালে যখন আবাস যোজনার সমীক্ষা হয় তখন তিনি বিধায়কও ছিলেন না, তাঁর পাকা বাড়িও ছিল না। পাশাপাশি আর্থিক অবস্থায়ও ভালো ছিল না। তাই হয়তো সেই সময়ের সমীক্ষার তালিকায় তাঁর স্ত্রীর নাম উঠে যায়। যদিও বিধায়কের দাবি বিষয়টি জানার পরেই তাঁর স্ত্রী লিখিত ভাবে জেলা শাসককে জানিয়ে দিয়েছেন আবাস যোজনার তালিকা থেকে যেন তাঁর নাম বাদ দেওয়া হয়।

যদিও বিধায়কের কথা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি বিজেপি ও সিপিএম যে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এই ঘটনাই তার সবথেকে বড় প্রমাণ। আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে বলেন, চোরের মায়ের বড় গলা। এরা যদি পঞ্চায়েতে জেতে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দাঁড়াবে তা অনুমান করা যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments