সংবাদদাতা,বাঁকুড়া:- বাঁকুড়ার পুয়াবাগান এলাকা থেকে বুধবার রাতে একটি বিশালাকার ক্যামেলিয়ান উদ্ধার করল বাঁকুড়া রেঞ্জ অফিসের কর্মীরা। বৃহঃস্পতিবার গভীর জঙ্গলে উদ্ধার হওয়া ক্যামেলিয়নটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদপ্তর।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া রেঞ্জের পুয়াবাগান এলাকায় অরূপ ঘোষ নামে এক ব্যাক্তি নিজের বাগানের একটি গাছে ক্যামেলিয়নটিকে দেখতে পান ও বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে রেঞ্জ অফিসের আধিকারিক ও কর্মীরা ক্যামিলিয়নটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতরের কর্মী ও আধিকারিকরা জানান এর আগেও একাধিক ক্যামিলিয়ন উদ্ধার হলেও এমন বড় মাপের ক্যামিলিয়ন ওই এলাকায় এই প্রথম দেখলেন তারা।
