eaibanglai
Homeদক্ষিণ বাংলাআবার কথা রাখল স্মরণ

আবার কথা রাখল স্মরণ

নিজস্ব প্রতিবেদন, ঝাড়গ্রামঃ পুজোর মরসুমে দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটানোর কথা দিয়েছিলেন তারা। সেই দেওয়া কথাও রেখেছেন তারা। ৩০ সেপ্টেম্বর ৩টি গ্রামে সার্ভে করে যাবার পর পূর্ব প্রতিশ্রুতি মতো নিজেদের হাত খরচ বাঁচিয়ে ৭ই অক্টোবর ঝাড়গ্রামের কাটাবাড়ি, আনন্দপল্লী, দুবরাজপুর ( শবর ও আদিবাসী সম্প্রদায় ভুক্ত) গ্রামের প্রায় ১৪৪ জন শিশুর হাতে তুলে দেওয়া হলো নতুন জামা। স্মরণ কোনো সংস্থা নয়,
স্মরণ কয়েক জন কলেজ পড়ুয়ার হাত খরচ বাঁচিয়ে গড়ে ওঠা এক শুভ উদ্যোগ। নিজেদের হাতখরচ বাঁচিয়ে প্রত্যেকটি জেলার প্রত্যন্ত এলাকাতে গিয়ে সেখানকার বঞ্চিত মানুষ ও শিশুদের মুখে হাসি ফোটানোয় তাদের মূল উদ্দেশ্য। স্মরণ-র মূল উদ্যোক্তা শুভজিত সার সুদূর বাঁকুড়া থেকে ১৩০ কিমি দূরে ঝাড়গ্রামে দুঃস্থ শিশুদের নুতন জামাকাপড় তুলে দিয়েই থেমে থাকতে চান না। পরিবর্তীকালে স্মরণ-র লক্ষ্য পথশিশু ও বঞ্চিতদের জন্য আনন্দ আশ্রম প্রতিষ্ঠা করা ও সাথে পথ শিশুদের শিক্ষার আলোকে পৌঁছে দেওয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments