eaibanglai
Homeএই বাংলায়কোলিয়ারীতে জমিহারা কৃষকদের নিয়ে বিক্ষোভে সামিল বিজেপি

কোলিয়ারীতে জমিহারা কৃষকদের নিয়ে বিক্ষোভে সামিল বিজেপি

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ কোলিয়ারীর জমিদাতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ও সঠিক ক্ষতিপূরণ না পাওয়ার তুলে আন্দোলনে নামলো বিজেপি। শুক্রবার সাংসদ সৌমিত্র খাঁ এর নেতৃত্বে বড়জোড়ার বাগুলী কয়লা খনিতে বিক্ষোভ দেখালেন অসংখ্য জমিদাতা পরিবারের সদস্য।বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এই কয়লা খনির জমিদাতারা আন্দোলনে নামলে তাদের বেশ কয়েক জনের নামে রাজ্য সরকারের তরফে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জমিদাতাদের একাংশের অভিযোগ ‘বেছে বেছে জমিদাতা তৃণমূল কর্মীদের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন’। বাকিদের অনেকেই পাননি বলে অভিযোগ।এক জমিহারা নেহারী বাউরি বলেন , আমাদের কাছ থেকে জমি নেওয়া হলেও একবার টাকা দেওয়ার পর আর দেওয়া হয়নি । আমাদের যে কেস দেওয়া হয়েছে তা আমরা চালাবো কিভাবে ।সংস্থার এইচ আর রাজকুমার জানা অবশ্য কেস দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন । এছাড়াও তিনি বলেন আজ পিএম স্যার নেই উনি এলে আলোচনার মধ্যদিয়ে সমস্যার সমাধান করা হবে। মুলত দীর্ঘ দিন ধরে কলিয়ারীতে যে সমস্ত জমি মালিকদের কাছে জমি নেওয়া হয়েছে অথচ তাদের কোন কাজ দেওয়া হয়নি । এছাড়াও মিথ্যা কেসে জমিহারাদের ফাসানো হচ্ছে । আজ সেই সমস্ত পরিবারের লোকজনদের নিয়ে বিজেপি কলিয়ারীতে উপস্থিত হন এবং বিক্ষোভ দেখান ।সাংসদ সৌমিত্র খাঁ বলেন , যারা খেতে পায়না তাদের নামে কেস দেওয়া হয়েছে । রাজ্য সরকারের কি মানবিকতা বলে কিছু নেই । তিনি বলেন যারা জমি কেরে নিয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে । এছাড়াও তিনি বলেন আমরা সাতদিন সময়দিলাম আপনারা আলোচনায় বসে সমস্যার সমাধান করুন ।তবে তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে । তৃণমূল নেতা সুখেন বিদ বলেন , ওখানে জমিদাতাদের নামে কারোর কেস হয়েছে বলে আমার জানা নেই । ওটা সৌমিত্র বাবুর জানা থাকতে পারে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments