eaibanglai
Homeএই বাংলায়স্কুলের গ্রুপ ডি নিয়োগের টাকা ফেরৎ চেয়ে তৃণমূল নেতার নামে পোস্টার

স্কুলের গ্রুপ ডি নিয়োগের টাকা ফেরৎ চেয়ে তৃণমূল নেতার নামে পোস্টার

সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার স্কুলের গ্রুপ ডি নিয়োগের জন্য দেওয়া টাকা ফেরৎ চেয়ে তৃণমূল নেতার নামে পোস্টার পড়ল বাঁকুড়ায়। বাঁকুড়া এক নম্বর ব্লকের পাতালখুরি গ্রামের স্কুলের সামনে এদিন একটি বিদ্যুতের খুঁটিতে হাতে লেখা ওই পোস্টার দেখতে পান স্থানীয়রা। পোস্টারে টাকা ফেরৎ চাওয়ার পাশাপাশি টাকা না দিলে মুখ খোলার হুমকি দেওয়া হয়েছে।

সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রায় ২০০০ জন গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বাঁকুড়ার পাতালখুরি গ্রামের তৃণমূল বুথ সভাপতি আদেশ চট্টোপাধ্যায় ও তাঁর ভাই উত্তম চট্টোপাধ্যায়ের।

অভিযোগ তৃণমূল নেতা আদেশ চট্টোপাধ্যায় নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু নিজে গ্রুপ ডি’র চাকরি পেয়েছিলেন ও ভাইয়ের চাকরি করে দিয়েছিলেন তাই নয়, এলাকার একাধিক চাকরীপ্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এদিন সেই টাকা ফেরৎ চেয়েই পোস্টার পড়েছে। আর এই পোস্টার তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগে একপ্রকার শিলমোহর পড়ল বলেই মনে করছেন অনেকে। পোস্টারে আদেশ চট্টোপাধ্যায়ের নাম করে লেখা হয়েছে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন ওই তৃনমূল নেতা। চাকরির আর দরকার নেই। তাঁকে দেওয়া টাকা অবিলম্বে ফেরৎ না দিলে মুখ খোলারও হুমকিও দেওয়া হয়েছে পোস্টারে। আজ সকালে পোস্টারটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা আদেশ চচট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তাঁর পরিবারের দাবী রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এমন অভিযোগ তোলা হচ্ছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই। দল এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয়ও দেয়না। তাঁদের দাবি বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতেই এমন পোস্টারিং করেছে। যদিও বিজেপির দাবী তৃণমূলের নেতারা তৃণমূলের কর্মীদের কাছেই চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। এখন চাকরি যাওয়ায় তারাই টাকা ফেরৎ চাইছেন। আর এই ঘটনাই তৃণমূল দলের দুর্নীতিকে সকলের সামনে এনে দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments