সংবাদদাতা,বাঁকুড়া:– বাড়িতে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃত বধূর নাম মন্দিরা মণ্ডল, বয়স ২২ বছর। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানার বাগিচাবান্দ গ্রামের।
জানা গেছে বুধবার সন্ধ্যে বেলা বাড়ির ভিতরে রাখা বীজধান ওজনের জন্য দাঁড়িপাল্লা ও বাটখারা নিতে গিয়েছিলেন ওই গৃহবধূ। সেই সময় তাঁর ডান হাতের আঙুলে ছোবল মারে বিষধর গোখরো। এরপর ওই গৃহবধূকে ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা। পরে পরিবারের লোকজন বাড়ির ভিতর থেকে ধানের বস্তার তলা থেকে বিষধর গোখরো সাপটি উদ্ধার করে।
প্রসঙ্গত সাপের কামড়ের ঘটনায় ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে গেলে রোগীর প্রাণ বাঁচানো সম্ভব বলে মনে করেন অভিজ্ঞ চিকিৎসকরা। ওই গৃহবধূর বাড়ি থেকে ইন্দাস হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটারের মধ্যে। ফলে ১০০ মিনিটের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে কি রোগীকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? উঠেছে প্রশ্ন। যদিও মৃতার পরিবারের তরফে দাবি করা হয়েছে সাপের কামড়ে দেওয়ার পর তড়িঘড়ি ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কোথাও কোনও সময় নষ্ট করা হয়নি।
