সংবাদদাতা, বাঁকুড়াঃ-
৩৫ তম বাঁকুড়া জেলা বইমেলার উদ্বোধন করলেন বাঁকুড়ার প্রখ্যাত সাহিত্যিক গবেষক লীলাময় মুখোপাধ্যায়। এছাড়াও উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর শ্যামল সাঁতরা, বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা, বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, অতিরিক্ত জেলাশাসক অসীম কুমার বিশ্বাস ও জেলা গ্রন্থাগার কমিটির আহবায়ক অরূপ খাঁ ও গন্থাগারের অন্যান্য আধিকারিক কর্মীরা।

বাঁকুড়ার বিখ্যাত লেখক গবেষক যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে এবারের বইমেলাকে। প্রত্যহ দুপুর ১টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত বাঁকুড়া খ্রিস্টান কলেজ ময়দানে চলবে বইমেলা চলবে ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দেব সাহিত্য কুটির,পারুল প্রকাশনী, পুষ্পাঞ্জলী প্রকাশনী, দেজ পাবলিকেশন, সোপান, পান্ডুলিপি চিত্রলেখা সহ ১৭৬ টি প্রকাশনী সংস্থার স্টল রাখা হয়েছে।

উদ্বোধনের আগে বাঁকুড়া জেলা গ্রন্থাগার থেকে একটি মিছিল করা হয় বই পড়ুন এবং বই পড়ান এই স্লোগানকে সামনে রেখে। মিছিলে অংশগ্রহণ করেন বাঁকুড়ার আপামর বইপ্রেমী মানুষজন।