সংবাদদাতা,বাঁকুড়া:- এলাকায় হয়নি উন্নয়ন। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় কচিকাঁচা থেকে সাধারণ মানুষকে। পানীয় জলের জন্য লাইন বসলেও হয়নি জল সরবরাহের ব্যবস্থা। প্রতিবাদে দুয়ারে সরকার ক্যাম্প বয়কট করলেন বাঁকুড়ার ছাতনা ব্লকের জিডরা গ্রামপঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ধতলা গ্রামের মানুষজন।
এদিন সরকারি কর্মসূচি অনুষায়ী ধাতলা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল দুয়ারে সরকার শিবির। সেখানে পরিষেবা নিতে হাজির না হয়ে প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। অমৃত মণ্ডি নামের এক গ্রামবাসী বলেন, আমরা চাই বিডিও সাহেব সরজমিনে এসে এই সমস্যার সমাধান করুক তারপর আমরা বয়কট তুলব।
অন্যদিকে গ্রামবাসীদের দুয়ারে সরকার শিবির বয়কট ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনিক আধিকারিকরা। ঘটনাস্থলে পৌছন আইসি আশীষ জৈন। তারা সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবশেষে বয়কট তুলে নেয় গ্রামবাসীরা।
