eaibanglai
Homeএই বাংলায়দু'সপ্তাহ ধরে চলা হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি গ্রামে

দু’সপ্তাহ ধরে চলা হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি গ্রামে

সংবাদদাতা,বাঁকুড়ঃ- গত দু সপ্তাহ ধরে দাঁতালের তাণ্ডব চলছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বিহারজুড়িয়া গ্রামে। ক্ষতিগ্রস্থ গ্রামের দশটিরও বেশি বাড়ি ও দোকান ঘর। দিশেহারা গ্রামের মানুষ। উঠেছে বন দফতরের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা না নেওয়ার অভিযোগ।

প্রসঙ্গত বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বিহারজুড়িয়া গ্রাম লাগোয়া এলাকা থেকেই শুরু হয়েছে জঙ্গল। গত দু সপ্তাহের বেশি সময় ধরে বিহারজুড়িয়া গ্রাম লাগোয়া জঙ্গলে ঘাটি গেড়েছে একটি একটি পূর্ণবয়স্ক রেসিডেন্সিয়াল দাঁতাল । আর সেই হাতির তাণ্ডবে ঘুম ছুটেছে গ্রামের মানুষের। স্থানীয়রা জানিয়েছেন দিনের বেলায় হাতিটি জঙ্গলের ভিতরে থাকলেও রাতের অন্ধকার নামলেই হাতিটি খাবারের খোঁজে হানা দেয় গ্রামে। গত দু’সপ্তাহ ধরে চলা ওই হাতিটির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের দশটিরও অধিক বাড়ি ও দোকান ঘর। গতকাল রাতেও হাতিটি গ্রামে ঢুকে একটি ধানের আড়ত ও স্টেশনারি দোকানে হানা দেয়। ধানের আড়তের দরজা ভেঙে খেয়ে নেয় মজুত থাকা ধান। পার্শ্ববর্তী একটি স্টেশনারি দোকানের শার্টার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে হাতিটি। রাতভর তাণ্ডব চালিয়ে ভোরের আলো ফুটতেই দাঁতালটি গা ঢাকা দেয় পার্শ্ববর্তী বিহারজুড়িয়া জঙ্গলে।

ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের দাবী দিনের পর দিন গ্রামে ঢুকে একের পর এক দোকান ও বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি চালালেও হাতির হানা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বন দফতর। গ্রামবাসীদের সামান্য তেল ও হুলা দিয়েই দায় সেরেছে তারা। এই পরিস্থিতিতে চূড়ান্ত আতঙ্কে রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। গ্রামবাসীদের দাবী দ্রুত হাতিটিকে অন্যত্র সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক বন দফতর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments