eaibanglai
Homeএই বাংলায়জয়রামবাটীতে কল্পতরু উৎসব পালিত না হলেও ভক্তদের ঢল

জয়রামবাটীতে কল্পতরু উৎসব পালিত না হলেও ভক্তদের ঢল

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আজ ইংরেজি শুভনববর্ষ, তার সঙ্গে কল্পতরু উৎসব। ১৮৮৬ সালের আজকের দিনেই কাশীপুর উদ্যানবাটীতে কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। গৃহস্থ ভক্তদের ‘তোমাদের চৈতণ্য হোক’ এই আর্শীবাদ করেছিলেন। তাই আজকের দিনে যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের আর্শীবাদ নিতে কাশীপুর উদ্যান বাটীতে ভীড় জমায় ভক্তজনেরা তেমনি বেলুর মঠ সহ রামকৃষ্ণ মিশনের বিভিন্ন আশ্রম গুলিতেও উপচে পড়ে ভক্তদের ভীড়। তবে বেলুড় বা কামারপুকুরের মতো জয়রামবাটিতে কল্পতরু উৎসব না হলেও বছর শুরুর দিনে মাতৃ মন্দিরে সকাল থেকেই পূণ্যার্থীদের ঢল নামে। কারণ এই শুভ দিনে তথা বছরের প্রথম দিনে মা সারদার কাছে ছুটে যান ভক্তরা। তাঁর আর্শীবাদ প্রার্থানায়।

গত দু’বছর করোনা মহামারীর জন্য মায়ের কাছে যেতে পারেননি অনেক ভক্তই। তাই এই বছর শুরুর শুভ দিনের ভোর থেকেই জয়রামবাটীর মাতৃমন্দিরে নামল পূন্যার্থীদের ঢল এবং মাতৃমন্দিরে পুজো পাঠে অংশ নেন বহু ভক্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments