eaibanglai
Homeএই বাংলায়আইপিএলের আদলে জঙ্গলমহলে ক্রিকেট প্রিমিয়ার লিগ

আইপিএলের আদলে জঙ্গলমহলে ক্রিকেট প্রিমিয়ার লিগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আইপিএলের আদলে কেপিএল অর্থাৎ খাতড়া প্রিমিয়ার লিগের আসর বসেছে বাঁকুড়া জঙ্গল মহলে,খাতড়া মহকুমার সিধু-কানু স্টেডিয়ামে। বুধবার কেপিএল সিজিন-২ উদ্বোধন হয়। ব্যাট হাতে খেলার শুভ উদ্বোধন করেন খাতড়ার বিশিষ্ট সমাজকর্মী জয়ন্ত মিত্র। উপস্থিত ছিলেন খাতড়ার বিডিও অভীক বিশ্বাস, খাতড়া দমকল বিভাগের আধিকারিক তথা এই প্রতিযোগিতার অন্যতম খেলোয়াড় অঞ্জন বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী সুব্রত দে, সুখেন দাস সহ কেপিএল কমিটির সদস্যরা।

কেপিএল যেন আইপিএলের ছোট সংস্করণ। জানা গেছে খাতড়ার বিভিন্ন ব্লক থেকে কেপিএল-এর জন্য ২৫৫ জন প্লেয়ার রেজিষ্ট্রেশন করেছিলেন। আইপিএলের মতোই ওপেন নিলাম পদ্ধতিতে তাদের মধ্যে থেকে কেপিএলের বিভিন্ন দলের জন্য প্লেয়ার বেছে নেওয়া হয়। গত ১৮ অক্টোবর শহরের একটি বেসরকারি লজ ওই নিলাম অনুষ্ঠিত হয়। মোট ১২ টি ফ্রান্সাইজি এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে।

আগামী ৫ দিন ধরে চলবে খাতড়া প্রিমিয়ার লিগ। এখানে সমস্ত খেলা গুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। যেখানে রিভিউ স্টিটেম সহ একাধিক আধুনিক রয়েছে। এছাড়া খেলা চলাকানীয় সবসময়ই বেশ কিছু ক্ষেত্রে খেলোয়াড় ও দর্শকদের জন্য ব্য়বস্থা করা হয়েছে আর্কষণীয় পুরস্কারের।

জঙ্গল মহলে আইপিএল-এর আদলে টুর্নামেন্ট! শুনতে আবাক লাগলেও এই অসম্ভবকে সম্ভব করেছেন খাতড়ার কিছু উদ্যোগী যুবক। গতবছর থেকেই শুরু হয় এই কেপিএল। সুপরিকল্পিতভাবে সম্পূর্ণ আইপিএলের আদলে তৈরি করা হয়েছে কেপিএল -এর গঠন। অন্যদিকে এই খেলাকে কেন্দ্র করে জেলার ক্রিকেট প্রেমীদের মধ্যে চোখে পড়ার মতো উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হয়েছে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments