eaibanglai
Homeএই বাংলায়সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খোদ মন্ত্রীর গাছ সরানোর ছবি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খোদ মন্ত্রীর গাছ সরানোর ছবি

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– খোদ রাজ্যের মন্ত্রী রাস্তায় নেমে গাছ কেটে পথ পরিস্কার করছে। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল সেই ছবি।

প্রসঙ্গত দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি গতকাল প্রচন্ড ঝড়-বৃষ্টি হয় বাঁকুড়া জেলাতেও। ব্যতিক্রম ছিল না খাতড়া ও তার পার্শ্ববর্তী এলাকাও। ঝড়ের তাণ্ডবে খাতড়ার এসডিও মোড়ে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কে উপড়ে পড়ে বড় বড় গাছ। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ প্রায় শতাধিক গাড়ি। পরিস্থিতি সামাল দিতে ঝড় থামার পর পরই রাস্তার উপর থেকে গাছ সরাতে উদ্যোগী হয় স্থানীয় বাসিন্দারা। এদিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে রাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির এবং তিনি ও তার সঙ্গে থাকা পুলিশ কর্মীরা স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে রাস্তার উপর থেকে গাছ সরানোর কাজে লেগে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাস্তা থেকে সমস্ত গাছ ও গাছের ডাল সরিয়ে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়দের মধ্যেই কেউ মন্ত্রীর পথে নেমে গাছ সরানোর ছবি ক্যামেরা বন্দি করে ফেলেন। আর তারপরই দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মন্ত্রীর গাছ সরানোর ছবি।

মন্ত্রীকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিল সাধারণ মানুষ। তাদের কথা ভেবেই স্থানীয়দের সঙ্গে গাছ সরিয়ে রাস্তা পরিস্কারের কাজে হাত মেলান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments