বৃদ্ধাকে মাটিতে আছড় মেরে খুনের অভিযোগ উঠল নাত জামাইয়ের বিরুদ্ধে

596

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এক বৃদ্ধাকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠল তার নাত জামাইয়ের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়, বিষ্ণুপুরের ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের বেহার গ্রামে। মৃত বৃদ্ধার নাম উমা মাঝি, বয়স ৬০ বছর ।

স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল উমা মাঝি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় বৃদ্ধার চোখে মুখে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করছিলেন পরিবারের সদস্যরা। তখন খবর পেয়ে বাড়িতে পৌঁছয় বৃদ্ধার নাতজামাই । পরিবারের সদস্যদের অভিযোগ, নাতজামাই বৃদ্ধাকে তুলে নিয়ে যায় বাড়ির পাশে একটি ঠাকুর মন্দিরে এবং সেখানে আছাড় মারে উমা মাঝিকে। পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও মারধোর করা হয় বলে অভিযোগ। পরে বৃদ্ধাকে বাড়িতে নিয়ে এলে সেখানেই মৃত্যু হয় তার ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত নাতজামাইকে আটক করে নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here