eaibanglai
Homeএই বাংলায়রাতরাতি বদলে যাচ্ছে স্কুলের দেওয়ালে মিড ডে মিল লেখা বোর্ড

রাতরাতি বদলে যাচ্ছে স্কুলের দেওয়ালে মিড ডে মিল লেখা বোর্ড

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিজেপি বরাবর রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম চুরির অভিযোগ করে আসছে। সড়ক যোজনা ও আবাস যোজনার নাম বদলের অভিযোগ তো ছিলই। অভিযোগ কেন্দ্রীয় দল বিষয়টি নিয়ে রাজ্য পরিদর্শনে এলে রাতারাতি সে সব প্রকল্পের নাম বদল করে কেন্দ্রীয় নাম করে দেওয়া হয়। এবার মিড ডে মিল প্রকল্প নিয়েও ওই একই অভিযোগ উঠল। কেন্দ্রীয় দল পরিদর্শনে আসছে। তাই রাতারাতি সরকারি নির্দেশে স্কুলের দেওয়ালে লেখা মিড ডে মিল বা মধ্যাহ্ন ভোজন যোজনা বদলে হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। বাঁকুড়ার একাধিক সরকারি স্কুলে ধরা পড়েছে নাম বদলের ছবি। স্কুলের দেওয়ালে এতদিন যেখানে লেখা ছিল মিড ডে মিল ও মধ্যাহ্ন ভোজন যোজনা, সেই হঠাৎ লেখা মুছে ফেলা হচ্ছে। তার বদলে নতুন করে রঙ তুলি দিয়ে লেখা হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশেই চলছে এই নাম বদলের কাজ।

প্রসঙ্গত সম্প্রতি মিড ডে মিলের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। বাঁকুড়া জেলায় এখনো সেই দল না পৌঁছলেও রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে স্কুলে ঘুরেছেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। এর জন্যই কি টনক নড়েছে জেলা শিক্ষা দপ্তরের? স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন প্রকল্পের এই নাম বদলের কারন তাদের জানা নেই। তবে সরকারি তথা জেলা শিক্ষা দপ্তরের নির্দেশে তাঁরা এই কাজ করছেন।

অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবী কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে এতদিন নিজের বলে চালাচ্ছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় দলের হাতে ধরা পড়ার ভয়ে আগে আবাস ও সড়ক যোজনার নাম লেখা বোর্ড বদল করেছিল। এবার সেই একই কারনে মিড ডে মিলের বোর্ড বদল করা হচ্ছে। যদিও শাসক দল তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবী প্রকল্পের নাম চুরির অভিযোগ মিথ্যে। মিড ডে মিলে না আছে কেন্দ্রের নাম না আছে রাজ্যের নাম। ২০২১ সালের নির্বাচনে রাজ্যে ভরাডুবির পর প্রতিহিংসার কারনে বিজেপি রাজ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর নাম প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। এই ঘটনা তারই উদাহরণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments