eaibanglai
Homeএই বাংলায়বালি পাচার রুখতে অভিযান, বাজেয়াপ্ত অতিরিক্ত বালি বোঝাই গাড়ি

বালি পাচার রুখতে অভিযান, বাজেয়াপ্ত অতিরিক্ত বালি বোঝাই গাড়ি

সংবাদদাতা,বাঁকুড়া :– অবৈধভাবে বালি পাচার রুখতে তৎপরতা শুরু করেছে পরিবহন দপ্তর বিষ্ণুপুর। রবিবার রাতে বাঁকুড়া জেলার কোতুলপুর থানা এলাকায় চারটি ওভারলোড বালি বোঝাই ট্রাক সিজ করা হয়। জানা গেছে ইন্দাস থানার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতে বেতালনে দারকেশ্বর নদীর উপর রয়েছে একটি বালিঘাট। অভিযোগ সেখান থেকেই বালি মাফিয়ারা দিনের পর দিন গাড়িতে অতিরিক্ত বালি বোঝাই করে রাজ্যের বিভিন্ন প্রান্তে তা পাচার করে।

গোপন সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকরা গতরাতে অভিযান চালিয়ে হাতেনাতে চারটি ওভারলোড বালি বোঝাই ট্রাক ধরে ফেলে। তার মধ্যে তিনটি ট্রাক কে সিজ করা হয় এবং একটি ট্রাককে নির্দিষ্ট পোর্টাল থেকে লক করে দেওয়া হয় ।

বিষয়টি নিয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত জানান, ওভারলোড বালি বোঝাই নিয়ে আমাদের নির্দিষ্ট দপ্তরের আধিকারিকরা সদা সচেষ্ট রয়েছে। গতকাল রাতে মোটরভিকেল ইন্সপেক্টররা কোতুলপুর থানা এলাকায় অভিযান চালায়। সেখানে চারটি ওভার লোড গাড়ি তারা দেখতে পায়। তিনটি গাড়িকে সিজ করা হয়েছে এবং একটি কে পোর্টাল থেকে লক করে দেওয়া হয়েছে। তিনটি গাড়ি থেকে মোট ২ লক্ষ টাকা জরিমানা নেওয়া হয়েছে । তিনি আরো জানান যে বিগত এক বছরে বিষ্ণুপুর মহকুমা এলাকায় ৪৩৭ টি ওভারলোড বালি সহ গাড়িকে আটক করা হয় এবং এর মধ্যে ৩২৭টি গাড়ি কে সিজ করা হয়। বিগত এক বছরে মোট ফাইন করা হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ৮৯ হাজার ১০৬ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments