হারিয়ে য়াওয়া মোবাইল পুনরায় ফিরে পেল ১০৭ জন

518

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বর্তমানে টেকনোলজি অত্যাধিক উন্নত হওয়ায় তদন্ত প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। আর সেই মতোই এবার হারিয়ে যাওয়া ১০৭ টি মোবাইল উদ্ধার করে ১০৭ জনের হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ।

জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল তারা নিজেদের থানায় যারা জিডি করেছিল সেখান থেকে আই এম আই নাম্বার বার করে সেগুলিকে টেস্ট করে পুনরায় মোবাইল গুলি উদ্ধার করা হয়। বাঁকুড়া জেলা পুলিশ যে দক্ষতার সাথে মোবাইল গুলি উদ্ধার করে পুনরায় তাদের হাতে তুলে দিলেন এতে অত্যন্ত খুশি প্রাপকরা।

জীবন বাউরি নামে এক প্রাপক বলেন, বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল মোবাইল। তারপর আমি থানায় জিডি করি। সাতমাস পর আমার মোবাইল পুনরায় ফিরে পেয়ে আমি খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here