eaibanglai
Homeএই বাংলায়অভিষেক ব্যানার্জীর সফরের আগে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার

অভিষেক ব্যানার্জীর সফরের আগে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার

সংবাদদাতা,বাঁকুড়া:- আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তৎপরতা। ইতিমধ্য়েই শাসক দলের উদ্যোগে শুরু হয়েছে জেলায় জেলায় নব জোয়ার কর্মসূচি। যেই কর্মসূচিতে জেলা সফরে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড অভিষেক ব্যানার্জী। আগামীকাল অভিষেক ব্যানার্জী নব জোয়ার কর্মূচি রয়েছে বাঁকুড়ার ২নং ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতে। তার আগে বুধবার সকালে বিকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত প্রধানের বিরুদ্ধে এলাকা জুড়ে পড়েছে পোস্টার। যা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য এলাকায়। এদিকে পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা জানা না গেলেও বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে ঘাষফুল শিবির।

বুধবার সকালে বিকনা ব্লক অফিস সংলগ্ন বাসস্ট্যান্ডে ও বিকনা সবজি বাজার এলাকায় পঞ্চায়েত প্রধান কার্তিক মালের নাম করে একাধিক পোস্টার নজরে আসে। পোস্টারে প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। পোস্টারে দাবি করা হয়েছে জমি মাফিয়া, ঠিকাদার সিন্ডিকেট, জব কার্ড দুর্নীতি, আবাস দুর্নীতি সহ নানান দুর্নীতির সাথে যুক্ত প্রধান কার্তিক। এবং তাকে দূর হঠানোর শ্লোগানও তোলা হয়েছে পোস্টারে। এর আগেও বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নানা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে প্রধানের কোন প্রতিক্রিয়া মিললেও স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি এই পোস্টারের জন্য বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। যদিও বিজেপি এই দাবি অস্বীকার করে ওই পোস্টার এলাকার তৃণমূলের বিক্ষুব্ধ অংশের কাজ বলে দাবি করেছে। পাশাপাশি যারা দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছেন তাদের সাথে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments