eaibanglai
Homeএই বাংলায়স্কুল ইউনিফর্মে দূর্নীতির অভিযোগে সড়ক অবরোধ অভিভাবকদের

স্কুল ইউনিফর্মে দূর্নীতির অভিযোগে সড়ক অবরোধ অভিভাবকদের

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ স্কুলের ছাত্র-ছাত্রীদের পোষাক বিতরণে ব্যাপক দূর্নীতির অভিযোগ। ঘটনা বাঁকুড়ার ছাতনার জোড়হিড়া এলাকার। শনিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হলেন এলাকার প্রমিলা বাহিনী। দীর্ঘসময় ধরে এই পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু যাত্রী ও পণ্যবাহী যানবাহন। পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ, এলাকার একাধিক স্কুলের ছাত্র ছাত্রীদের পোশাক সরবরাহের জন্য যে টাকা অভিভাবকরা দিয়েছিলেন তা জনৈক বর্ণালী মিশ্র নামে মহিলা আত্মসাৎ করেছেন। তারা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই এবিষয়ে ব্লক অফিসে বার বার জানানো সত্ত্বেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে শুক্রবার বিকেল থেকেই এলাকার সমস্ত মহিলা অভিভাবকরা একজোট হয়ে রাস্তা অবরোধে সামিল হন। যদিও অভিযুক্ত বর্ণালী মিশ্র তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে শাসকদল দূর্নীতির সঙ্গে জড়িত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments