eaibanglai
Homeএই বাংলায়বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ হঠাৎ করে দেখলে মনে বৃষ্টির জলে পুষ্ট কোনও ডোবা। দেখে বিন্দুমাত্র বোঝার উপায় এটাই গ্রামের যাতায়াতের অন্যতম রাস্তা। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়লেও হুশ ফেরেনি পঞ্চায়েত কর্তৃপক্ষের। তাই বাধ্য হয়ে রাস্তা সারাইয়ের দাবিতে এবার জলাকীর্ন রাস্তায় ধান গাছের চারা পুঁতে বিক্ষোভে সামিল হলেন পাত্রসায়ের থানার নারানপুর অঞ্চলের গ্রামবাসীরা। গ্রামবাসিদের দাবী রামপুর নতুন বাজার থেকে পটাশপুর গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে । এতটাই বেহাল যে এখন রাস্তা দিয়ে চলাফেরা করাই দুষ্কর হয়ে পড়েছে। এছাড়াও দীর্ঘদিন রাস্তা সংস্কার না করায় রাস্তার উপরে বড় বড় পাথর বেড়িয়ে গিয়েছে। ফলে রাতের অন্ধকারে বাড়ছে পথ দুর্ঘটনা। এলাকাবাসীদের বক্তব্য, প্রতিদিন এই রাস্তা দিয়ে বারাসত, মুনুই, ভাটপাড়া কলোনি সহ বেশ কয়েটি গ্রামের মানুষের যাতায়াত করেন। এক স্থানীয় বাসিন্দা বরুণ বিশ্বাস জানান, বেশ কয়েকবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় বিজেপি নেতা বিকাশ বিশ্বাস আবার শাসকদলের উদাসীনতাকেই এর জন্য দায়ী করেছেন। এবিষয়ে পঞ্চায়েত প্রধান তোতন মল্লিকের সাথে যোগায়োগ করা হলে তিনি বলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তাটি খতিয়ে দেখা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাস্তাটিকে পাকা করার চেষ্টা করছি। দ্রুত রাস্তা মেরামত না করা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments