eaibanglai
Homeদক্ষিণ বাংলাঢাকের তালে কোমর নাচাতে প্রস্তুত বাঁকুড়ার ঢাকিরা

ঢাকের তালে কোমর নাচাতে প্রস্তুত বাঁকুড়ার ঢাকিরা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ দেখতে দেখতে এসেই গেল পুজো। চারিদিকেই পূজোর প্রস্তুতিও তুঙ্গে। মাঠে মাঠে কাশফুলের দোলা, আকাশে পেজা তুলোর মতো মেঘের খেলা বয়ে এনেছে মায়ের আগমন বার্তা। তাই এখনই কান পাতলেই পাওয়া যাবে ঢাকের আওয়াজ। কারণ, পুজো শুরু হলেই ঢাকের তালে নেচে উঠবে আট থেকে আশি। তাই বাঁকুড়া জেলার ঢাকিদের শেষ মুহুর্তের প্রস্তুতিও তুঙ্গে। বাঁকুড়া শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দুরে কেশিয়ারা গ্রাম। যা মূলত ঢাকিদের গ্রাম নামেই পরিচিত। আর দিন কয়েক পরেই যে যার মতো বিভিন্ন জায়গায় পৌঁছে যাবেন ঢাক বাজানোর জন্য। তাই নিজদের ঝালিয়ে নিতে ব্যস্ত সেই সমস্ত শিল্পীরা। কারন এই পুজোয় তাদের রুজি-রোজগারের সময়। কেশিয়ারা গ্রামের প্রায় ৫০টি পরিবার বিভিন্ন পূজোতে ঢাক বাজিয়ে সংসার চালায়। উৎসবের মরশুমে বেশির ভাগ ঢাকি পাড়ি দেন ভিন রাজ্যে। পাঞ্জাব, উড়িষ্যা, বিহারের বিভিন্ন পূজো মণ্ডপে। ঢাকের আওয়াজে যখন আনন্দে ভরে ওঠে সকলের মন, তখন কেশিয়ারা গ্রামের ছোট ছোট ছেলেমেয়ে, বৃদ্ধা, মহিলাদের মনেও উঁকি দেয় আনন্দ। কারণ ঢাকিরা ঢাক বাজিয়ে বাড়ি ফিরলে সেই রোজগারের টাকাতেই তাদের আগামী কয়েকটা দিন কাটবে সুখ ও স্বাচ্ছন্দ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments