eaibanglai
Homeএই বাংলায়অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে দামোদরের চরে অভিযান

অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে দামোদরের চরে অভিযান

সংবাদদাতা,বাঁকুড়াঃ- অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে দামোদরের চরে যৌথ অভিযান চালাল পুলিশ ও আবগারী দফতর। নষ্ট করে দেওয়া হল বিঘার পর বিঘা অবৈধ পোস্তর ক্ষেত। ঘটনা বাঁকুড়ার মেজিয়ার বানজোড়া অঞ্চলের ।

প্রসঙ্গত বছরের পর বছর ধরে পোস্ত চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে বাঁকুড়া ও পশ্চিমবর্ধমানের সীমান্তে থাকা দামোদরের চরে । তবুও পোস্ত চাষ বন্ধ করা যায়নি এখনও। অবৈধ পোস্ত চাষ বন্ধের জন্য নিয়মিত সচেতনতা অভিযানও চালায় পুলিশ। তবুও এবছর ফের নদীচরে বিঘার পর বিঘা জুড়ে পোস্তর চাষ করা হয়েছিল। খবর পেয়ে অভিযানে নামে আবগারী দফতর ও স্থানীয় পুলিশ প্রশাসন। দামোদরের নদীগর্ভে ভেসে ওঠা চরে ট্রাক্টার চালিয়ে প্রায় ৮০ বিঘার মতো পোস্ত চাষ এদিন নষ্ট করে দেওয়া হয় বলে জানান জেলা আবগারী দপ্তরের এক অধাকারিক ‌। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments