বাঁকুড়া দুর্গাপুর রাজ্যসরক অবরোধ করে বিক্ষোভ সাধারন মানুষের

992

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : সকাল থেকে বাঁকুড়ার দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করল ধবনি গ্রামের মানুষজন। তাদের দীর্ঘদিনের দাবি দামোদর নদী থেকে জল নিয়ে যে পরিশ্রুত জল বাঁকুড়া জেলা সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হলেও তাদের গ্রামের পাশ থেকে এই পাইপলাইন গেলেও তারা এই জল থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। অন্যদিকে দিদিকে বল কর্মসূচি সেখানে দিদিকে বলেও কোন লাভ হয়নি। তারা এই জল থেকে বঞ্চিত থাকে দীর্ঘদিন ধরে বারবার বিভিন্ন দপ্তরে তারা আবেদন জানালেও তাদের গ্রামের এই সমস্যার সমাধান হয়নি। ধবনি গ্রামছাড়া ওই এলাকার পাশাপাশি আর বেশ কয়েকটি গ্রাম রয়েছে পানীয় জলের অভাব দেখা দিয়েছে। তাই বাঁকুড়া দুর্গাপুর যে রাজ্য সড়ক সে রাজ্য সড়কে পথ অবরোধ এবং গ্রামের মানুষজন অবিলম্বে তাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে নচেৎ আরো বড় আন্দোলনের হুমকি দিলেন অবরোধকারীরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here