eaibanglai
Homeএই বাংলায়সরকার বাড়ির পারিবারিক পুজো যেন মিলন মেলা

সরকার বাড়ির পারিবারিক পুজো যেন মিলন মেলা

সংবাদদাতা, বাঁকুড়া:- থিম ও সাবেকিয়ানার লড়াইয়ে শহরাঞ্চলে থিম এগিয়ে থাকলেও জেলাগুলোতে এখনও পারিবারিক পুজোগুলোই কিন্তু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। থিমের এই রমারমার সময়েও বাঁকুড়া জেলার বেশ কিছু পারিবারিক পুজো সাধারণ মানুষের নজর কাড়ে। এদের মধ্যে অন্যতম বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের সরকার বাড়ির দুর্গাপুজো । এবারে তাদের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করল । পরিবারের সদস্য চঞ্চল সরকার জানান তাদের পূর্বপুরুষেরা পূর্ববঙ্গ থেকে বাঁকুড়া জেলায় এসে বসবাস শুরু করেন। পুর্ববঙ্গে বাড়িতে দুর্গাপুজোর চল থাকলেও এখানে এসে অর্থনৈতিক কারণে সেই পুজো আর চালিয়ে যেতে পারেননি সরকার বাড়ির পূর্ব পুরুষরা। গত সাত বছর ধরে সরকার বাড়ির বর্তমান প্রজন্ম ফের পুজো শুরু করেছেন। পরিবারের প্রাচীন রীতিনীতি মেনে আজোন করা হয় মাতৃ আরাধনার।

তবে শুধুমাত্র সরকার বাড়ি নয় এই পুজোকে কেন্দ্র করে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষরা পুজোর কটা দিন আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন । পুজোতে বিভিন্ন ধরনের প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । পাশাপাশি দশমীর দিন অন্নসেবা করানো হয়। সরকার পরিবারের এই পুজো যেন আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বাড়ির পুজো হয়ে উঠেছে । পুজোর কটা দিন বাড়ির মেয়েরা ব্যস্ত থাকেন । অনেকে পরিবারিক পুজোতে মহিারা ব্রত্য হলেও এখানে পুজোর সমস্ত প্রয়োজনীয় উপকরণ জোগাড়ে হাত লাগান বাড়ির মহিলারাই। পুজোর সময় শুধু সরকার বাড়ির নয় আশে পাশের গ্রামের বাইরে কাজ করতে যাওয়া সদস্যরাও গ্রামে ফেরেন এই পুজোর টানে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments