eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়া সোনামুখী কলেজে সপ্তাহ ব্যাপী NSS ক্যাম্পের আয়োজন

বাঁকুড়া সোনামুখী কলেজে সপ্তাহ ব্যাপী NSS ক্যাম্পের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ার সোনামুখী কলেজে তিন দিন ধরে শুরু হয়েছে স্পেশাল N.S.S ক্যাম্প। মূলত এই ক্যাম্পটিতে ১৫০ জন এনএসএস ভলেন্টিয়ার অংশগ্রহণ করেছে। ২৩শে মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ২৯শে মার্চ পর্যন্ত। জানা গেছে এই ক্যাম্পের মাধ্যমে কলেজের ক্যাম্পাস পরিষ্কার, গ্রামে গ্রামে বিনামূল্যে চিকিৎসা শিবির, গ্রামে সচেতনতা কর্মসূচি, রক্তদান শিবির প্রভৃতি সমাজসেবামূলক কাজ করা হচ্ছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের দায়িত্বে থাকা জাহিদ মিদ্দ্য জানান, সোনামুখী কলেজের N.S.S বিভাগের ভলেন্টিয়াররা নিয়ম মেনেই সমস্ত কাজ করছেন। পরবর্তী বছর থেকে এইরকম স্পেশাল N.S.S ক্যাম্প আরো হবে বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments