সংবাদদাতা, বাঁকুড়া:- এবার জেলার মহিলাদের সুরক্ষা দিতে বিশেষ মহিলা পুলিশ বাহিনী তৈরি করল বাঁকুড়া জেলা পুলিশ। ‘মহিলাদের নিরাপত্তা মহিলাদের হাতেই’, এই স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের ‘উইনার্স স্কোয়াডে’র যাত্রা শুরু হলো বাঁকুড়ায়। ২০ জন মহিলা পুলিশ কর্মীকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে এই ‘ উইনার্স স্কোয়াড ‘ তৈরি করা হয়েছে। আপাতত জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পৌরসভা এলাকায় কাজ করবে মহিলা পুলিশের এই বিশেষ স্কোয়াড। জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান, এই স্কোয়ার্ডের কুড়ি জন মহিলা কর্মী এমনভাবে প্রশিক্ষিত যে তাঁরা যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।
বৃহস্পতিবার পুলিশ লাইনে ‘উইনার্স স্কোয়াডে’র সূচণা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রেঞ্জের আই.জি.পি সুনীল চৌধুরী, জেলাশাসক কে.রাধিকা আইয়ার, পুলিশ সুপার বৈভব তেওয়ারী সহ বিশিষ্টজনেরা।