eaibanglai
Homeএই বাংলায়বিজেপির পর বড়জোড়ার বাগুলী কয়লা খনী নিয়ে আন্দোলনে নামল তৃণমূল

বিজেপির পর বড়জোড়ার বাগুলী কয়লা খনী নিয়ে আন্দোলনে নামল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ বিজেপির পর এবার বাঁকুড়ার বড়জোড়ার বাগুলী কয়লাখনী নিয়ে আন্দোলনে নামলো তৃণমূল। গত সপ্তাহেই বিজেপি সাংসদ সৌমিত্র তৃণমূল বিদের অভিযোগ তুলে এই আন্দোলনে সামিল হয়েছিল। এদিন সেই তৃণমূল নেতার নেতৃত্বেই আন্দোলনে নামলেন এলাকার বাস্তুহারাদের একাংশ। এদিন তৃণমূলের পক্ষ থেকে কয়লাখনি অঞ্চলে জমি বা বাস্তু এমন চাকুরীরতদের কর্মচ্যুতি, বাস্তু ও জমিহারাদের সাত দিনের মধ্যে চাকরীতে নিয়োগ, কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধি ও নিরাপত্তার ব্যবস্থা, বাস্তুহারাদের ফের বৃদ্ধভাতা চালু সহ ১১ দফা দাবীতে এদিন বাগুলী কয়লা খনিতে কয়লা উত্তোলক সংস্থার জেনারেল ম্যানেজার ডেপুটেশন দেওয়া হয়। পরে তাদের একটি প্রতিনিধি দল ঐ সংস্থার আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশ নেন।তৃণমূল নেতা সুখেন বিদ্ বলেন, কোলিয়ারির জমি ও বাস্তুহারাদের নিয়ে আমাদের কিছু দাবী দাওয়া ছিল। সেই বিষয়ে কর্ত্তৃপক্ষের কাছে আমাদের দাবী রাখলাম। এর আগেও জেলাশাসকের সাথে আলোচনা হয়েছিল। কর্ত্তৃপক্ষের তরফে কর্মরত শ্রমিকদের সাতদিনের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছে দাবী করেন। মাত্র কয়েক দিন আগে এই কোলিয়ারীতে সাংসদ সৌমিত্র খাঁ এর আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ওনার উদ্দেশ্য এই কোলিয়ারীকে বন্ধ করে দেওয়া, এলাকার অর্থনীতিকে পিছিয়ে দেওয়া। ‘সৌমিত্র খাঁ হাত পা নেড়ে নাটক করেন’ দাবী করে তিনি আরো বলেন, ওনার লক্ষ্য বালি আর কয়লা। সেই জন্যেই দলনেত্রী তাকে দল থেকে বের করে দিয়েছেন বলে তিনি দাবী করেন।এবিষয়ে কয়লা উত্তোলক সংস্থার জেনারেল ম্যানেজার বিক্রম সিং সপ্তাহার বলেন, স্থানীয় কর্মীদের নিয়ে কোন সমস্যা নেই। তারা ভালো কাজ করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments