eaibanglai
Homeএই বাংলায়চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, গ্রেফতার তৃণমূল নেতা

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, গ্রেফতার তৃণমূল নেতা

সংবাদদাতা,বাঁকুড়াঃ– চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অবশেষে অভিযোগকারী বধূর স্বামীর উপর হামলা চালিয়ে গ্রেফতার হলেন বাঁকুড়ার ওন্দা ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস দে।

উল্লেখ্য আশিস দের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ৯৫ হাজার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন ওন্দা ব্লকের রামসাগর এলাকার গৃহবধূ প্রিয়াঙ্কা গোস্বামী। তার দাবি ভুয়ো সংস্থা খুলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৭০ জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলেন তৃণমূল নেতা আশিস দে। অভিযোগ বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি। অবশেষে ওন্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বৃদ্ধার ছদ্মবেশে গিয়ে তার নজর কারেন প্রয়িঙ্কা ও আশিস দের বিরুদ্ধে অভিযোগ জানান। সেই সময় প্রিয়াঙ্কার অভিযোগ শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তারপরও অভিযুক্ত আশিস দে বহাল তবিয়তে তার পদেই থেকে যান । এমনকি সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে দল তাকে প্রার্থীও করে। যদিও শেষ পর্যন্ত নির্বাচনে হেরে যান তিনি।

অভিযোগ ভোট মিটতেই গত ১২ জুলাই আশিস দের নেতৃত্বে হামলা চালানো হয় প্রিয়াঙ্কার স্বামী সুব্রত গোস্বামীর উপর। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন প্রিয়াঙ্কাও। এরপরই ১৩ জুলাই ওন্দা থানায় লিখিত অভিযোগ জানান প্রিয়াঙ্কা। সেই অভিযোগের ভিত্তিতে অবশেষে গত ১৪ তারিখ রাতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় দোলন প্রামানিক নামে আরও এক স্থানীয় তৃণমূল কর্মীকে এবং শনিবার ধৃত দুজনকেই বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।

এই গ্রেফতারে খুশি প্রিয়াঙ্কা ও তার পরিবার অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির পাশাপাশি দলীয় সমস্ত পদ থেকে তাকে বহিষ্কারেরও দাবি জানিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments