বৈঠক করে রাজ্যসরকারের অনুদানপ্রাপ্ত দুর্গাপূজা কমিটি গুলিকে আসন্ন পুরভোটে দলকে সমর্থন করার আবেদন জানাল বাঁকুড়া তৃণমূল নেতৃত্ব

576

সংবাদদাতা, বাঁকুড়া:- এবার রাজ্যসরকারের অনুদানপ্রাপ্ত দুর্গাপূজা কমিটি গুলিকে আসন্ন পৌরসভা নির্বাচনে পাশে থাকার আবেদন জানিয়ে বিতর্কে জড়াল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রসঙ্গত গতকাল বাঁকুড়ার তৃণমূল ভবনে রাজ্যসরকারের অনুদানপ্রাপ্ত জেলার ১০৫ টি পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে জেলার তৃণমূল নেতৃত্ব। জানা গেছে বৈঠকে আগত পুজো কমিটিগুলিকে আসন্ন পৌর নির্বাচনে দলের পাশে থাকার আবেদন জানান দলীয় নেতৃত্বরা। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুজো কমিটি গুলোকে বার্তা দিয়ে বলা হয় যে, দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার সর্বতোভাবে পূজা কমিটিগুলির পাশে থেকেছে। এমনকি করোনা পরিস্থিতিতেও রাজ্য সরকার পাশে থেকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে পুজো কমিটিগুলিকে। তাই আগামী পৌরসভা নির্বাচনে পুজো কমিটিগুলিও যেন দলের পাশে।

এদিকে এদিনের বৈঠক নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক। রাঢ়বঙ্গ জোনের বিজেপির কনভেনার পার্থ সারথি কুন্ডু এবিষয়ে বলেন , “বাঁকুড়ায় তৃণমূলের পায়ের তলায় মাটি নেই । তাই পুজো কমিটি গুলিকে সরকারি অনুদান দিয়ে তার পরিবর্তে ভোট ভিক্ষা করছে তৃণমূল।”

যদিও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে বাকুড়ার তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে তৃণমূল নেতা দিলীপ আগারওয়াল বলেন , “লোকসভা বিধানসভা ও পৌর নির্বাচন এলে আমরা বাঁকুড়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন ক্লাব ও বিভিন্ন পুজো কমিটিকে ডাকি এবং তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে বলি তৃণমূল কংগ্রেসের সমর্থন করতে । পরে কে কাকে সমর্থন করবে সেটা তাদের ব্যাপার । এর সঙ্গে পুজো কমিটি গুলিকে সরকারি অনুদানের কোনো সম্পর্ক নেই ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here