eaibanglai
Homeএই বাংলায়করোনা আতঙ্কে বাঁকুড়া শহর আজ থেকে লকডাউন

করোনা আতঙ্কে বাঁকুড়া শহর আজ থেকে লকডাউন

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া শহর সহ বাঁকুড়ার আরও দুইটি জায়গা বিষ্ণুপুর ও বরজোড়া আজ বিকেল পাঁচটা থেকে কার্যত লকডাউন হয়ে যাবে। এ সব এলাকা গুলি সেই কারণে বাজারগুলিতে নজরদারি ঠিক করতে অবিলম্বে প্রশাসনিক স্তর থেকে পুলিশের নজরদারি করা হচ্ছে । সেখানে বাঁকুড়া জেলার অভিজিৎ ভট্টাচার্য ডিইবি ডিএসপি নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে বাজার গুলির উপরে নজর রাখা হচ্ছে ।যে কোনো মূল্যে কালোবাজারি ঠেকাতে অবিলম্বে ওইসব ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে । কোন রকম ভাবে সরকারি নির্ধারিত মূল্যের ওপর আলুর দাম বেশি না হলে প্রয়োজনে তাদেরকে গ্রেফতার করা হতে পারে। মারণ ভাইরাস করোনা সতর্কতায় রাজ্যের তরফে কলকাতা সহ পৌর শহর গুলীতে ‘লক ডাউন’ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল থেকে তা কার্যকরের আগেই এদিন সকাল থেকে বাঁকুড়া শহরের বাজার গুলিতে ব্যাপক মানুষের ভীড় লক্ষ্য করা হয়েছে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বাড়িয়েছে বলে ক্রেতা সাধারণের অভিযোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments