eaibanglai
Homeএই বাংলায়আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু দুই শবর শিশু কন্যার

আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু দুই শবর শিশু কন্যার

সংবাদদাতা,বাঁকুড়াঃ– আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু হল এক বছর ও তিন বছরের দুই শবর শিশু কন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত নাররা গ্রামে। মৃত দুই শিশু কন্যার নাম পূর্ণিমা শবর ও সুস্মিতা শবর।

জানা গেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত মাকড়ভোলা গ্রাম থেকে পাঁচটি পরিবার বাঁকুড়ার নাররা গ্রামে ধান কাটার কাজ করতে এসেছে। গ্রামের মাঠে খড়ের চালা দিয়ে ঝুপড়ি বানিয়ে রয়েছে পরিবারগুলি। এই পরিবারগুলির মধ্যে ধনঞ্জয় শবর নামে এক ব্যক্তি স্ত্রী ও পাঁচ বছরের এক শিশু পুত্র, তিন বছরের ও এক বছরের দুই শিশুকন্যাকে নিয়ে ধান কাটতে এসেছেন। প্রতিদিনের মতো এদিনও সকালে ঘরের কাজকর্ম, রান্না বান্না ও খাওয়া দাওয়া করে জমিতে ধান কাটতে গিয়েছিলেন ধনঞ্জয় ও তাঁর স্ত্রী। ঝুপড়িতে সেই সময় ঘুমাচ্ছিল তাদের দুই শিশুকন্যা। এরই মধ্যে সকাল ১০ টা নাগাদ হঠাৎ ওই ঝুপড়িতে আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আগুনে ঝলসে মৃত্যু হয় দুই শিশুর। ঘটনায় গ্রামজুড়ো শোকের ছায়া নামে।

অন্যদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ এবং বিষ্ণুপুর এসডিপিও কুতুবুদ্দিন খান । পুলিশ দুই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে কিভাবে ওই ঘরে আগুন লাগলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments