eaibanglai
Homeএই বাংলায়"জল সংকট" রোধে বিশেষ সচেতনতা মিছিলের আয়োজন

“জল সংকট” রোধে বিশেষ সচেতনতা মিছিলের আয়োজন

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ এই মুহুর্তে বিশ্ব জুড়ে সবচেয়ে চিন্তার কারন হয়ে দাড়িয়েছে ” জল সংকট ” । ইতিমধ্যেই জলের হাহাকার শুরু হয়েছে মহারাষ্ট্রে । তবে আমাদের এ রাজ্যেও জলের সমস্যা তীব্র ভয়াবহ আকার ধারণ করতে চলেছে আগামী কয়েক বছেরের মধ্যে । আর তাই জলের অপচয় বন্ধ করতে বিশেষ কর্মসূচী নিল পাত্রসায়রের নারায়ণপুর অঞ্চলের শুভঙ্কর ক্লাব । এদিন তারা মানুষকে সচেতন করতে একটি রেলির আয়োজন করেন । আজকের এই রেলি শুভঙ্কর ক্লাব থেকে শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করে অবশেষে নারানপুর নেতাজি স্ট্যাচু হয়ে নারানপুর নতুন বাজারে এসে শেষ হয় । শুভঙ্কর ক্লাবের সভাপতি, লক্ষ্মীকান্ত লোহার জানান , সমাজকে সচেতন করতে এবং জলের অপচয় বন্ধ করতে আমাদের এই প্রয়াস আগামী দিনেও জারি থাকবে । তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের সর্ব স্তরের মানুষ । বিশিষ্ট সমাজসেবি উমাশঙ্কর দাস তাদের এই কর্মসূচীকে সাধুবাদ জানিয়েছেন । শুভঙ্কর ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও । বিজেপি নেতা বিশ্বনাথ মিস্ত্রী বলেন, আমারা বিজেপির পক্ষ থেকে শুভঙ্কর ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই। আগামী দিনে মানুষ জলের অপচয় নিয়ে যথেষ্ট সচেতন হবে বলেই মনে করছেন ক্লাবের সদস্যরা ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments