সংবাদদাতা,বাঁকুড়াঃ-জল নেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে তরুণীকে শাবল দিয়ে পিটিয়ে খুন করল প্রতিবেশী। বছরের প্রথম দিনে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার পুনিয়াজোল গ্রামে। বছর ১৮-র মৃত তরুণীর নাম লক্ষী পাল।
স্থানীয় সুত্রে জানা গেছে শনিবার সকালে গ্রামের নলকূপে জল নেওয়াকে কেন্দ্র করে গ্রামের যুবক কুশ বাগের সাথে বচসা বাধে লক্ষীর । অভিযোগ এরপরই ওই যুবক বাড়ি থেকে শাবল এনে লক্ষীর ঘাড়ে ও মাথায় বেপোরোয়া ভাবে আঘাত করতে থাকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বছর ১৮-র লক্ষী। তাকে তড়ঘড়ি উদ্ধার করে কোতুলপুর গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়ারা। যদিও চিকিতসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
অন্যদিকে ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। কোতুলপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতার পরিবারের লোকজন। জল নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা না এই ঘটনার পিছনে অন্য কোন কারন রয়েছে তা খতিয়ে দেখছে কোতুলপুর থানার পুলিশ। অভিযুক্তের বাবা ও মা কেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।।