eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়াবাসীকে মুখ্যমন্ত্রীর উপহার

বাঁকুড়াবাসীকে মুখ্যমন্ত্রীর উপহার

সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবার আর প্রিয় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় কিংবা সুপার ডুপার হিট সিনেমা দেখতে দুর্গাপুর কিংবা আসানসোল যেতে হবে না বাঁকুড়াবাসীকে। কারণ সম্প্রতি বাঁকুড়া সফরে এসে জনপ্রিয় প্রেক্ষা গৃহ রবীন্দ্রভবনে একটি সিনেমা হল তৈরি করার প্রস্তাব দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এরপরই শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক তোড়জোড়। প্রশাসনিক সূত্রে জানা গেছে বিখ্যাত সিনেমা হল নন্দনের সাথে যৌথ উদ্যোগে তৈরি হবে এই চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। জেলাশাসক কে রাধিকা আয়ার জানান নন্দনের একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই রবীন্দ্র ভবন পরিদর্শন করে গেছেন, খুব শীঘ্রই এর কাজ শুরু হবে।

প্রসঙ্গত বহু দিন ধরেই আধুনিক একটি সিনেমা হলের চাহিদা ছিল জেলাবাসীর। বর্তমানে জেলায় নেই কোনও সিনেমা হল। অধুনিক সময়ের সঙ্গে পা মেলাতে না পারায় বন্ধ হয়ে গিয়েছে পুরনো সব সিনেমা হল। ফলে সাপ্তাহিক ছুটিতে প্রিয়জনদের সাথে সিনেমা দেখে একটু আনন্দ উপভোগ করতে বাঁকুড়ার মানুষকে ছুটে যেতে হয় দুর্গাপুর, আসানসোল কিংবা সুদূর কলকাতায়। এবার জেলাতেই বড় পর্দায় সিনেমা দেখার আনন্দ উপভোগ করতে পারবেন জেলাবাসী। স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে বেজায় খুশি জেলাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments