সংবাদদাতা, কলকাতা :-
পুজোকে কেন্দ্র করে একাধিক ছবি এখন মুক্তির অপেক্ষায়। ছুটির মরশুমে ব্যবসা হবে বিস্তর, এই ভাবনা মাথায় নিয়েই চলতি বছর পুজোয় হাজির একাধিক বাংলা ছবি। পাসওয়ার্ড, সত্যান্বেষী ব্যোমকেশ, গুমনামী, মিতিন মাসি, কিন্তু পুজোর বাজার ধরতে কেবলই যে বাংলা ছবিই মাঠে নেমেছে এমনটা নয়। সঙ্গে রযেছে বলিউডের বিগ বাজেটের ছবি ওয়ার। এই ছবিকে কেন্দ্র করেই বর্তমানে দর্শকদের উত্তেজনা বেজায় তুঙ্গে। সমস্যার সূত্রপাত ঘটে সেখানেই। এই ছবিকে হল দিতে গিয়ে বাংলা ছবিকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কোন কোন সময় দেখানো হবে কোন ছবি তা নিয়ে এখন বেজায় প্রশ্ন জেগেছে প্রযোজক সংস্থার কাছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ প্রেক্ষাগৃহই নাকি ওয়ার ছবির নিজের আয়ত্বে রেখেছে। এক দিকে হৃত্বিক অন্যদিকে বাংলা চার বাঘা বাঘা তারকা। তবুও কেন পাল্লা ভারী বলিউডের! প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন পরিচালক থেকে ছবির অভিনেতা অভিনেত্রী। আগামী ২রা অক্টোবর মুক্তি পাচ্ছে একই সঙ্গে পাঁচটি ছবি। ফলে দর্শকদেরও ইচ্ছে থাকলে দেখা হয়ে উঠবে সবকটি। ফলে তা যে সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে, এ বিষয় কোনও সন্দেহ নেই। বর্তমান হল কতৃপক্ষকের কাছে আবেদনও জমা করেছেন বিভিন্ন পরিচালকেরা। তাঁদের দাবি, টক্কর হবে সমানে সমানে। হিন্দির পাশাপাশি বাংলা ছবিকেও দিতে হবে সমান সুযোগ।