কৃষক আন্দোলনে যোগ দিতে পায়ে হেঁটে দিল্লির পথে বাংলার নাট্যকর্মী, পৌঁছলেন দুর্গাপুরে

313

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- কেন্দ্রের কৃষি বিলের বিরোধীতায় দেশের অন্নদাতাদের আন্দোলনের রেশ ছড়িয়েছে সারা দেশে। বাদ পড়েনি এই বাংলাও। এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে হাওড়া শিবপুর থেকে পায়ে হেঁটে দিল্লি চলেছেন নাট্য অভিনেতা জয়রাজ ভট্টাচার্য। দূরত্ব প্রায় ১৬০০কিলোমিটার। গত ২৮ তারিখ হাঁটা শুরু করে বুধবার দুর্গাপুর পৌঁছেছেন অভিনেতা। শিল্পশহরে তাঁকে স্বাগত জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ জীবন রায়, সঙ্গে ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়। তাঁকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি তাঁর হাতে কৃষক আন্দোলনের ওপর লেখা স্বপন মজুমদারের একটি বইও উপহার হিসেবে তুলে দেওয়া হয়। দুর্গাপুরের সিটিসেন্টারে জয়রাজ ও তার সঙ্গীদের সামনে কৃষি বিলের বিরোধিতায় একটি পথ নাটিকাও উপস্থাপনা করা হয়। এরপর পুস্প বৃষ্টির মধ্যে দিয়ে ফের দিল্লির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন জয়রাজ ও তাঁর তিন সাথী।

জয়রাজ জানিয়েছেন, রোজ ৩০ কিলোমিটার করে হাঁটার পরিকল্পনা রয়েছে তাঁর। দিনের বেলায় সূর্যের আলো থাকতে থাকতে ৩০ কিলোমিটার পথ হাঁটবেন। রাতের সফরটুকু করবেন ট্রেনে। আবার সকাল হলেই হাঁটা শুরু। পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ জানুয়ারী তাঁরা দিল্লি পৌঁছবেন ও আন্দোলনরত কৃষকদের সঙ্গে যোগ দেবেন।

জয়রাজের মতে এই কৃষি বিলের বিরোধীতায় রাজনৈতিকভাবে সংসদে, বিধানসভায় যে লড়াই হওয়ার তা তো হবে। কিন্তু আসল লড়াই করছেন দেশের অন্নদাতারা। যারা দেশবাসীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বছরভর পরিশ্রম করে সোনার ফসল ফলায়। প্রবল শীতে দাঁতে দাঁত চেপে রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন ওই সমস্ত অন্নদাতারা। ইতিমধ্যে প্রাণ গিয়েছে ৪০ জনের। তবুও সরকারি রক্তচক্ষু, প্রতিকূল আবহাওয়া সমস্ত কিছু উপেক্ষা করেই চলছে আন্দোলন। আর এই আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়াতে না পারলে, তাঁদের সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারলে পুরোদস্তুর অভিনেতা হয়ে ওঠা যাবে না। তাই সুদুর বাংলা থেকে দিল্লির পথে আন্দোলনরত কৃষকদের কাছে বার্তা দিতে চলেছেন তাঁদের পাশে বাংলার মানুষও রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here