নিজস্ব প্রতিনিধি, ক্যানিং :

ক্যানিং ভট্টাচার্য পরিবারের পূজা। এবার তাদের ৪৩৪ তম বর্ষে পূজা। তাদের পূর্বপুরুষ বাংলাদেশের পূজা শুরু করেছিল। বাংলা ভাগ হয়ে যাওয়ায় তারা সেই পুজো টা কে এপার বাংলায় ধরে রেখেছেন ভট্টাচার্য্য পরিবার। প্রদীপের আলোতে মায়ের মুখ পুড়ে যায়। এরপর মায়ের স্বপ্নাদেশে, পরিবারের মালিককে স্বপ্ন দেখান যে মায়ের মুখ পড়া অবস্থায় পূজা করতে হবে। এরপর থেকে মায়ের সেই পোড়া মুখ অবস্থায় পূজা করে আসছেন ভট্টাচার্য্য পরিবার।