এই বাংলায় ওয়েব ডেস্কঃ- জাতীয় পতাকার অবমাননা করছে এমন নানান সামগ্রী বিক্রির অভিযোগে ই-কমার্স সংস্থা অ্যামজনকে নোটিস পাঠাল ভোপাল পুলিশ। পাশাপাশি যে সমস্ত বিক্রেতারা ওই ই-কমার্স সংস্থার মাধ্যমে এই ধরণের সামগ্রী বিক্রি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ভোপাল পুলিশ। দায়ের করা হয়েছে এফআইআর। এমনটাই জানিয়েছেন ভোপাল পুলিশ কমিশনার মাকরান্দ দিউস্কার।
অভিযোগ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকার রঙ ব্যবহার করে জুতো, কফি মাগ, টি-শার্ট সহ বিভিন্ন সামগ্রী ওই ই-কমার্সের পোর্টালের মাধ্যমে বিক্রি করা হচ্ছে ৷
প্রসঙ্গত ভারতের জাতীয় পতাকা আইন (২০০২) অনুসারে পতাকার কোনও অংশ কোনও উর্দি বা পোশাকে ব্যবহার করা যায় না। কোনও বাক্স, বালিশ, রুমাল, ন্যাপকিনেও এটি ছাপানো দণ্ডনীয় অপরাধ। যদিও এটা স্পষ্ট নয়, তেরঙার ব্যবহার ঠিক কী ভাবে করলে তা শাস্তির আওতায় পড়ে, বা পড়ে না।