সংবাদদাতা, বাঁকুড়াঃ- ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। এবার ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের ব্লকের কুশদ্বীপ গ্রাম পঞ্চায়েতের জামবুনি গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, প্রতিদিনের মতো মাছ ধরার জন্য ধনঞ্জয় মান্ডি খাল ধারে গিয়েছিলো। হঠাৎ তার চোখে পড়ে তার জালে জড়িয়ে পড়েছে বিরাট বড় ময়াল সাপ। সে দেখে হতভম্ব হয়ে যায় এবং পাশাপাশি লোককে ডাকাডাকি করে। গ্রাম থেকে ছুটে যায় প্রতিবেশীরা তারা সাপটিকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের বনদপ্তরের আধিকারিকরা। তারা গিয়ে ময়াল সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসার পর আবারও পাত্রসায়ের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।