সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বিহারীনাথ পাহাড়। যে পাহাড়ের দূরে বয়ে চলেছে দামোদর নদী তার অন্য দিকে রয়েছে আসানসোল শিল্পাঞ্চল। বিহারীনাথ পর্যটন কেন্দ্র কে সাজিয়ে তুলতে চলছে সরকারি প্রচেষ্টা এখানে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা প্রকৃতির টানে ছুটে আসে এই পর্যটন মৌসুমে মানুষের ঢল নামে। এই বিহারীনাথ পাহাড়ে রয়েছে বেশ কয়েকটি হোটেল জঙ্গল পাহাড়ে ঘেরা বিহারীনাথ সরকারিভাবে প্রচেষ্টা চালালে এখনো সঠিকভাবে পরিকাঠামো গড়ে ওঠেনি । তাই পিকনিকে আসা মানুষজনদের দাবি সরকারিভাবে সাধারণের জন্য বেশকিছু টয়লেটের প্রয়োজন। এই কিছু অবস্থা কাটিয়ে উঠতে পারলে বিহারীনাথ পর্যটন কেন্দ্র হয়তো আগামী দিনে বাঁকুড়া জেলার অন্যতম এক পর্যটনের দৃষ্টান্ত হয়ে উঠবে এই বিহারীনাথ পাহাড়।
