এই বাংলায় ডেস্ক:- শোলে সিনেমার সেই বিখ্যাত ডায়লগ এখনো নিশ্চয়ই সবার মনে আছে যেখানে কুখ্যাত ডাকাত গব্বর সিং তার চ্যালা কালিয়া কে উদ্দেশ্য করে বলছেন “তেরা কেয়া হগা রে কালিয়া” উত্তরে কালিয়া বলছে “সরকার মেনে আপকা নামক খায়া হে” গাব্বার সিং “আব গুলি খা”। হিন্দি ও মারাঠি সিনেমা জগতের স্বনামধন্য এই অভিনেতা বিজু খোটে আজ প্রয়াত। বিজু খোটে আজ প্রয়াত। আজ সকালে দীর্ঘ অসুস্থতার পর মাল্টি অর্গান ফেলিওর এর কারণে মৃত্যু হয়। অভিনয় জগতে তার পরিবারের সূত্রেই আশা। তার বাবা ছিলেন একজন সাইলেন্ট ফিল্মের অভিনেতা। ছোটবেলা থেকেই অভিনয় করলো তার নাম মানুষের মনে দাগ কাটে হাজার ১৯৭৫ সালের রমেশ সিপ্পি শোলে সিনেমায় তার অনবদ্য অভিনয়ের জন্য। সেখানে তিনি কালিয়া চরিত্রে অভিনয় করেন। জীবন কালে তিনি মোট ৩০ টি বড় পর্দার সিনেমায় অভিনয় করেন। বড় পর্দার সিনেমায় ছাড়াও তিনি ছোটপর্দায় টিভি সিরিয়াল অনেক খ্যাতি অর্জন করেছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।