নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:-
সঙ্গী একটা সাইকেল। দুর্গোৎসবের সূচনার দিন থেকে সেই সাইকেলে চেপে পরিবেশ সচেতনতার বার্তা দিতে কাঁচরাপাড়ার বাসিন্দা তারক চন্দ্র পালের গন্তব্য ওড়িশ্যা হয়ে ফের নিজের বাসস্থানে ফিরে যাওয়া।

এই ভ্রমণ পথে তিনি হাজির হলেন বাঁকুড়ার সারেঙ্গাতে। সেখানে “গ্রীণ আর্মি” একটি সংগঠন ও সারেঙ্গা থানার পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হল।

মূলত “গাছ লাগান, প্রাণ বাঁচান”, জল অপচয় রোধ, প্লাস্টিকের ব্যবহার বন্ধের বার্তা দিতে তাঁর এই যাত্রা। এর আগেও তিনি সাইকেলে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই বার্তা দিয়েছেন। গড়ে তুলেছেন ” গ্রীন আর্মি” নামে একটি সংগঠন।