eaibanglai
Homeএই বাংলায়হাসপাতালে থেকে নিখোঁজ রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হাসপাতাল থেকেই

হাসপাতালে থেকে নিখোঁজ রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হাসপাতাল থেকেই

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ দুদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে এক নিখোঁজ রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার। হাসপাতালের বন্ধ অপারেশন থিয়েটার আবাসন থেকে উদ্ধার হল মধ্যবয়স্ক ওই রোগীর মৃতদেহ। ঘটনা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। মৃতের নাম বাপ্পা বাউরী (৩৫)। বিষ্ণুপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাদাকুলি এলাকার বাসিন্দা ওই ব্যক্তি গত পাঁচ দিন আগে পেটে ব্যাথাজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। হাসপাতাল থেকে ছুটির কাগজও তৈরী হয়ে গিয়েছিল ওই ব্যক্তির। কিন্তু আচমকা শনিবার থেকে হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি। গোটা হাসপাতাল তন্নতন্ন করে খুঁজেও তার কোনও হদিশ পাওয়া যায়নি। মঙ্গলবার হাসপাতালের কোনও কর্মী কাজের জন্য হাসপাতালের ওই বন্ধ অপারেশন থিয়েটার ভবনের দিকে গেলে নিখোঁজ ওই রোগীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এক ব্যক্তি নিখোঁজ এবং তারপর রহস্যজনকভাবে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তার উপর আঙুল উঠতে শুরু করেছে। যদিও হাসপাতাল সুপার সাফ জানিয়ে দিয়েছেন, এত সংখ্যাক রোগীর ওপর সবসময় সজাগ দৃষ্টি রাখা অসম্ভব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments