eaibanglai
Homeএই বাংলায়মেয়াদ উত্তীর্ণ মশা নিধন কীটনাশক স্প্রে করার অভিযোগ

মেয়াদ উত্তীর্ণ মশা নিধন কীটনাশক স্প্রে করার অভিযোগ

সংবাদদাতা,বাঁকুড়া :- এবার বিষ্ণুপুর পুরসভার বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ মশা নিধন কীটনাশক স্প্রে করার অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

জানা গেছে সোমবার সকালে পৌরসভার ৮ নং ও ৭ নং ওয়ার্ডে মশা নিধন কীটনাশক স্প্রে করতে যান পুরকর্মীরা। তাদের কাছে প্যাকেট করা কীটনাশক ছিল। ৭ নং ওয়ার্ডে কীটনাশক স্প্রে করার সময় স্থানীয়দের নজরে আসে পুরসভার থেকে যে কীটনাশক দেওয়া হয়েছে তার মেয়াদ শেষ হয়ে গেছে ২০২০ সালে। এরপরই কীটনাশক স্প্রে করার কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। পাশাপাশি ৮ নং ওয়ার্ডেও একই ঘটনা ঘটে। সেখানে ওয়ার্ড কাউন্সিলর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া কীটনাশক স্প্রে করা বন্ধ করে দেন।

গোটা ঘটনার জন্য পুরসভার গাফিলতিকেই দায়ী করেছেন এলাকার মানুষজন। কীভাবে এলাকায় মশা নিধনের মেয়াদ উত্তীর্ন কীটনাশকগুলি সরবরাহ করল বিষ্ণুপুর পুরসভা তা নিয়ে সরব হয়েছে বিষ্ণুপুরবাসী। অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুরসভা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments