eaibanglai
Homeএই বাংলায়বিষ্ণুপুরে শুরু হলো সঙ্গীত মেলা

বিষ্ণুপুরে শুরু হলো সঙ্গীত মেলা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- ভারতবর্ষের প্রাচীন সঙ্গীত ঘরানাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়ার বিষ্ণুপুরের ‘ধ্রুপদ ঘরানা’। মন্দির নগরী বিষ্ণুপুরে তার পুরনো ঐতিহ্যর ধারাবাহিকতাকে আজও বজায় রেখেছে। সঙ্গীতের এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর আয়োজন করা সঙ্গীত মেলা। প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে সেই ঐতিহ্যবাহী সঙ্গীত মেলা। যেখানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের দিকপালরা তাঁদের সঙ্গীত এবং যন্ত্রাণুসঙ্গীত পরিবষণ করবেন তিন দিন ধরে ।

বিষ্ণুপুরের পোড়া মাটির হাট প্রাঙ্গণে বসেছে এই সংগীত মেলা। বিষ্ণুপুরের ঐতিহ্য এবং মল্লরাজাদের নির্দশনের স্বাদ আস্বাদন করতে প্রতিবছরই অসংখ্য মানুষ ছুটে আসেন মন্দিরনগরীর এই মেলায়। মন্দিরনগরী জুড়ে নামে সঙ্গীত প্রেমী মানুষের ঢল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments