সংবাদদাতা, বাঁকুড়াঃ- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে বাঁকুড়া সদর থানার গেট ঘেরাও করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করলো জেলা বিজেপি।
গতকাল দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে গিয়ে ফিরে আসার সময় কোচবিহারের শীতলকুচি এলাকায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কনভয়ে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এমনকি বোমার আঘাতে অনেকেই আহত হন বলে দাবী বিজেপি নেতৃত্বর।
এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিজেপি। আজ এই প্রতিবাদ কর্মসূচিতে বাঁকুড়া সদর থানায় বিক্ষোভ দেখান বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নীলাদ্রি শেখর দানা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আগামী দিনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব।