eaibanglai
Homeএই বাংলায়পুলিশের বিরুদ্ধে মারধর ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেবার নির্দেশ দেবার পরই গ্রেপ্তার...

পুলিশের বিরুদ্ধে মারধর ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেবার নির্দেশ দেবার পরই গ্রেপ্তার করা হল বিজেপি নেতা শ্যামল রায়কে

সংবাদদাতা, বর্ধমান:- গ্রেপ্তার করা হল বিজেপির প্রাক্তন জেলা যুবমোর্চার সভাপতি শ্যামল রায়কে। পুলিশের বিরুদ্ধে প্ররোচনা ও উদ্দেশ্যেমূলক ভাবে বিদ্বেষ ছড়ানো ও দাঙ্গা লাগানোর অভিযোগে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বর্ধমানের টাউন হলে বিজেপির অভিনন্দন যাত্রা ও সভায় বক্তব্য রাখেন শ্যামল রায়। ওই সভায় মূল বক্তা ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্যামল পুলিশকে মারা, পুলিশের গাড়ি জ্বালানোর নির্দেশ দেন দলীয় কর্মীদের। তিনি বলেন, তৃণমূল এখন পুলিশের মদতে চলছে। তাই যে্মন কোনো দোতলা বাড়ির একতলা ভেঙে দিলে দোতলাটাও ভেঙে পড়ে – তেমনি পুলিশকে মারলে পুলিশ সমঝে যাবে। সমঝাবে তৃণমূলও। বস্তুত, শ্যামলের এই বক্তব্যকে ঘিরেই রীতিমত রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়। সভায় হাজির থাকা পুলিশের গোয়েন্দা কর্মীরা শ্যামলের বক্তব্যের ফুটেজ জমা দেওয়ার পরই শ্যামলকে গ্রেপ্তারের পরিকল্পনা শুরু হয়। ?যদিও শুক্রবার সকালে রাহুল সিনহাকে নিয়ে শ্যামল ছোটনীলপুর মধ্যপাড়ায় জনসংযোগ যাত্রার কর্মসূচীও পালন করে। আর তারপরেই এদিন সন্ধ্যে নাগাদ শ্যামলকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। তার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর এবং উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments