বাঁকুড়ায় বিজেপি সাংসদ কার্যলয়ের উদ্বোধন

550

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :

সাংসদ কার্যালয়ের উদ্বোধন হলো আজ। বাঁকুড়ার বিজেপির সাংসদ সুভাষ সরকারের সাংসদ কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপি প্রতিবন্ধী মোর্চার প্রদেশ সভাপতি শরৎকুমার রায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুভাষ সরকার বিজেপি জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র ও বিজেপির জেলা নেতৃত্ব। এতদিন পর্যন্ত জেলা পার্টি অফিস এবং নির্বাচনী কার্যালয় সাংসদদের অফিসের যাবতীয় কাজকর্ম হতো। আজ থেকে স্থায়ীভাবে বাঁকুড়া জেলায় সাংসদ কার্যালয় থেকে যাবতীয় কাজকর্ম হবে। জেলাবাসীর সবধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন সাংসাদ এমনটাই দাবী করছেন। রাজনীতি ভুলে ডান বাম সবপক্ষের সব এই সাংসদ অফিসে তাদের সমস্যার নিয়ে এলে তিনি যথাসাধ্য সমাধান করার চেষ্টা করবেন বলেই জনিয়েছেন। সাংসদ কার্যালয়ে সর্বক্ষণের জন্য দুইজন হোল ট্রাইমার থাকবেন। ভবিষ্যতে একটি টোল ফ্রি নাম্বারের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন সাংসদ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here