সংবাদদাতা,নদীয়াঃ- কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় আভিযুক্ত রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সোমবার রানাঘাট আদালতে উপস্থিত হলে উত্তপ্ত হয়ে উঠে আদালত চত্বর। আভিযোগ করোনা বিধি অমান্য করে মিছিল করে আদালতে হাজির হন তিনি। যদিও জগন্নাথবাবুর দাবি তিনি কোনও মিছিল করেননি। তাঁর জনপ্রিয়তার কারণেই অনুগামীরা আদালতে হাজির হয়েছিলেন। প্রসঙ্গত সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় এদিন আদালতে জামিন নিতে এসেছিলেন তিনি। ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি নিজের বাড়িতে সরস্বতী পূজার অনুষ্ঠান মঞ্চের সামনে গুলিবিদ্ধ হয়ে খুন হন সত্যজিৎ বিশ্বাস। ওই মামলায় চলতি মাসের ১৪ সেপ্টেম্বর রানাঘাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিআইডি। সিআইডির পক্ষ থেকে চার্জশিটে বিজেপি সাংসদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এরপই ১৮ অক্টোবরের মধ্যে জগন্নাথ সরকারকে আদালতে হাজিরার নির্দেশ দেয় রানাঘাট মহকুমা আদালত। সেই নির্দেশ মেনেই সোমবার আদালতে হাজির হন জগন্নাথবাবু। অন্যদিকে সাংসদের দাবি, আগে থেকেই মহামান্য কলকাতা উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন নেওয়া আছে তাঁর।
Home Flash News তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের মামলায় বিজেপি সাংসদের নাম জড়াতেই আদালতে হাজির...